একইসঙ্গে কোতোয়ালি মডেল থানার দুজন উপ-পরিদর্শককেও প্রত্যাহার করা হয়েছে। এক আদেশে কর্তব্যকর্মে অবহেলার কারণ উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত কর্মকর্তাদের প্রত্যাহারের আদেশ জারি করেন।
আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালে দুই বছরেও চালু হয়নি আইসিইউ, সেবাবঞ্চিত মুমূর্ষু রোগীরা
প্রত্যাহার হওয়া কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স, একই থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনকে জামালপুর জেলা পুলিশ লাইন্স এবং রিজার্ভ অফিসের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোণা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
আদেশে বলা হয়, অত্র রেঞ্জাধীন ময়মনসিংহ জেলায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শক/এসআই (নিঃ) দের কর্তব্যকর্মে অবহেলা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য তথা অসদাচরণের দায়ে প্রশাসনিক কারণে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলা/ইউনিটে সংযুক্ত করা হলো। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।
]]>