এবারই প্রথম ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে টিম রেড হকস (সাংকেতিক নাম RHK)। ফ্রি ফায়ার ক্যাটাগরিতে খেলবে দলটি। প্রতিপক্ষ বিভিন্ন দেশের ১৭টি টিম।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভিসা পাননি দলটির কেউ। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির পিআর অন্যন্য মাসুদ।
আরও পড়ুন: ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে বাংলাদেশের টিম রেড হকস
বাংলাদেশের খেলা শুরু ১৬ জুলাই। ৩টি রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। ২০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে নিশ্চিত হবে কারা হচ্ছেন ফ্রি ফায়ারে কে বিশ্ব সেরা। তবে ভিসা জটিলতায় মলিন হতে যাচ্ছে বাংলাদেশের স্বপ্ন। কেনো বা কি কারণে এখনও ভিসা পাননি কেউ তা নিশ্চিত নয়।
টিম রেড হকসের প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের ১৭টি টিম। ওয়ার্ল্ড কাপে দলগুলো প্রথমে নকআউট, এরপর পয়েন্ট রাশ শেষে গ্র্যান্ড ফাইনাল খেলবে। কার হাতে যাচ্ছে বিশ্ব সেরার টাইটেল? সব মিলিয়ে দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টানটান উত্তেজনা। কী আছে রেড হকসের ভাগ্যে? তারা কি পারবে টাইটেল জিতে আনতে?