১৮ মাস পর বার্সেলোনায় ফিরছেন কান্সেলো

১ সপ্তাহে আগে
১৮ মাস পর বার্সেলোনা আবারও জোয়াও কান্সেলোকে দলে ফেরানোর চুক্তি চূড়ান্ত করেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ধারে কাতালান ক্লাবটিতে ফিরছেন এই পর্তুগিজ ফুলব্যাক।

৩১ বছর বয়সী কান্সেলো ২০২৩-২৪ মৌসুমে এক বছরের জন্য ধারে বার্সেলোনায় খেলেছিলেন। এরপর তিনি তার সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে যান। সেই গ্রীষ্মেই ধারণা করা হচ্ছিল যে তিনি আবার কাতালুনিয়ায় ফিরতে আগ্রহী, কিন্তু আর্থিক সংকটের কারণে বার্সেলোনা অন্য বিকল্পের দিকে যায় এবং কান্সেলো ২৫ মিলিয় ইউরোতে আল-হিলালে পাড়ি জমান। এমডি ও মাত্তেও মোরেত্তোসহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে যে তিন পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে।


আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এপ্রিল পর্যন্ত ছিটকে যাওয়ায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে শক্তি বাড়াতে চাচ্ছিল বার্সেলোনা। লা লিগার নিয়ম অনুযায়ী, দীর্ঘমেয়াদি চোটের ক্ষেত্রে কোনো ক্লাব চোটগ্রস্ত খেলোয়াড়ের বেতনের সীমার ৮০% ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে। মোরেত্তোর মতে, এই অঙ্কটি প্রায় ৫ মিলিয়ন ইউরো, যা কান্সেলোর ৭.৫ মিলিয়ন ইউরো বেতনের দ্বিতীয়ার্ধের দুই-তৃতীয়াংশ পরিশোধে ব্যবহার করা হবে। স্প্যানিশ সুপার কাপ শেষে সৌদি আরব থেকে ফেরার পরই এই পর্তুগিজ বার্সার হয়ে খেলতে পারবেন।

 

আরও পুড়ুন: সালাহ'র মাইলফলকের গোলে শেষ আটে মিশর


 

João Cancelo al Barça está cerrado.

Negociación cerrada. Cesión del lateral portugués hasta final de temporada.

El club azulgrana cubrirá 5 millones de la ficha del jugador, que es lo que liberará la baja de la lesión de Christensen. pic.twitter.com/fRU2Gb3sEM

— Matteo Moretto (@MatteMoretto) January 5, 2026


এর ফলে হান্সি ফ্লিকের জন্য কান্সেলোই সম্ভবত একমাত্র নতুন সংযোজন হতে যাচ্ছে। শুরুতে এই পর্তুগিজকে দলে নেওয়ার বিপক্ষে ছিলেন ফ্লিক; তিনি বরং একজন সেন্ট্রাল ডিফেন্ডার চাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত এই চুক্তিতে তিনি সবুজ সংকেত দিয়েছেন।


কান্সেলো দলে যোগ দেওয়ার ফলে ফুল-ব্যাক পজিশনে জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদের জন্য বাড়তি কভার পাবেন ফ্লিক। কুন্দেকে প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্সেও ব্যবহার করা যেতে পারে, আর মিডফিল্ড থেকে পেছনে নেমে আসার বিকল্প হিসেবে আছেন এরিক গার্সিয়া। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে দুটি সেন্ট্রাল ডিফেন্সের জায়গার জন্য জেরার্দ মার্টিন, পাউ কুবাসি ও রোনাল্ড আরাউহোই ফেভারিট থাকবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন