১৮ বছর পর নতুন নেতা পেল লালমোহন উপজেলা ও পৌর বিএনপি

১ দিন আগে
দীঘ ১৮ বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করলেন ভোলার লালমোহন উপজেলা ও লালমোহন পৌরসভার বিএনপি নেতাকর্মী ও সমথকরা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে কাউন্সিলরদের সরাসরি সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।


সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলদের সরাসরি মতামতের ভিত্তিতে লালমোহন উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলু। 


লালমোহন পৌরসভার সভাপতি হয়েছেন ছাদেক মিয়া জান্টু ও সম্পাদক কামরুল ইসলাম বাবুল পাটওয়ারী। নব নির্বাচিত সভাপতি সম্পাদক পূণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে গত ১৭ বছরের ত্যাগী ও যোগ্যব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদ কল্যাণধর্মী রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে: হাফিজ উদ্দিন

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 


দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। 


উদ্বোধক ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম। তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করায় সন্তোষ প্রকাশ করেছেন ডেলিকেট-কাউন্সিলরা।

]]>
সম্পূর্ণ পড়ুন