পোষ্য কোটা: আবারও রাবি শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

৬ ঘন্টা আগে
প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে তারা সপ্তমবার অবস্থান নিলেন।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় তারা কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন।


আন্দোলনকারীদের ভাষ্য, ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা চালু হয়। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পাস মার্ক পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা। চলতি বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সুযোগ বাতিল করেন। আন্দোলনকারীরা বন্ধ হওয়া সেই পোষ্য কোটা পুনর্বহালের দাবি করছেন।


আরও পড়ুন: রাবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট অব্যাহত


তারা হুশিয়ারি দিয়ে বলেন, পোষ্য কোটা আমাদের অধিকার। পুনর্বহাল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন