বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টন চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা।
আরও পড়ুন: বেশকিছু পণ্যে প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে কেনা হবে ১০ হাজার টন চিনি। এতে ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১১৫ টাকা ২৫ পয়সা।
এছাড়া ৫ হাজার টন চিনি কেনা হবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। এতে ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১১৭ টাকা ৯০ পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব চিনি বিক্রি করা হবে।
এছাড়া বৈঠকে চাল, এলএনজি, সয়াবিন তেল, পাম তেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।