১৭ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করল বিএসএফ

২ সপ্তাহ আগে
পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে।

 

হস্তান্তরিত ১৭ বাংলাদেশির মধ্যে ৩ জনের বাড়ি বাগেরহাট, ১ জন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার। এদের মোধ্য চারজন শিশুসহ পাঁচজন নারী ও ৮ জন পুরুষ সদস্য রয়েছে। অনেকেই কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে ভারত গিয়েছিলেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: বাংলাদেশি তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর, ৪ জনকে পুশইন!

 

হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন