১৭ বছর পর ট্রফি জেতানো কোচকে বরখাস্ত করলো টটেনহ্যাম

৪ সপ্তাহ আগে
১৭ বছর পর টটেনহ্যামকে শিরোপার স্বাদ দিয়েছেন দলটির কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু। তবে শিরোপা জয়ের দুই সপ্তাহ পরেই চাকরি হারালেন অ্যাঞ্জ পস্তেকগ্লু। আজ (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাকে চাকরি থেকে অব্যহতি দেয়ার কথা জানিয়েছে ক্লাবটি।

ফেসবুক পোস্টে ক্লাবটি জানিয়েছে, দলের পারফরম্যান্স রিভিউয়ের ওপর ভিত্তি করে কোচের দায়িত্ব থেকে অ্যাঞ্জ পস্তেকগ্লুকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এই পোস্ট দেয়ার কয়েক মিনিটের মধ্যেই পস্তেকগ্লুকে ধন্যবাদ জানিয়ে আরেকটি পোস্ট করে টটেনহ্যাম। এই পোস্টে পস্তেকগলুকে তার অবদানের অন্য ধন্যবাদ জানায় ক্লাবটি।   

 

পোস্টে ক্লাবটি লিখেছে, 'গত দুই বছরে ক্লাবের প্রতি অ্যাঞ্জের প্রতিশ্রুতি এবং অবদানের জন্য আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অ্যাঞ্জকে ক্লাবের ইতিহাসের তৃতীয় ইউরোপীয় ট্রফি জয়ী ম্যানেজার হিসেবে সর্বদা স্মরণ করা হবে। ধন্যবাদ অ্যাঞ্জ।'

 

গত মাসের ২২ তারিখ ইউরোপা লিগের ফাইনালের শিরোপা জিতেছে টটেনহ্যাম। দলকে এই পর্যায়ে আনতে অ্যাঞ্জের অবদান ছিল অনন্য। বিশেষ করে হ্যারি কেইনের মতো বড় তারকার বিদায়ের পর এমন সাফল্য ছিল অনেকের ধারণার বাইরে।  

 

তবে ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটা তেমন ভালো কাটেনি টটেনহ্যামের। ১৭তম হয়ে মৌসুম শেষ করেছে দলটি। অল্পের জন্য এড়িয়েছে রেলিগেশন। সম্ভবত সে কারণেই ছাটাই হয়েছে অ্যাঞ্জের।

 

আরও পড়ুন: ইংল্যান্ড-ভারতের সিরিজের নতুন নাম অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি

 

টটেনহ্যামের চাকরি হারানোর পর আবেগঘণ বার্তা দিয়েছেন পস্তেকগ্লু। এক বিবৃতিতে এই কোচ বলেন, 'টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার হিসেবে আমার সময়টা যখন আমি স্মরণ করি, তখন বেশ গর্ব হয়। ইংল্যান্ডের ঐতিহাসিক ফুটবল ক্লাবগুলির মধ্যে একটিকে নেতৃত্ব দেওয়ার এবং এর প্রাপ্য গৌরব ফিরিয়ে আনার সুযোগ পাওয়া, এই স্মৃতি আমার সঙ্গে সবসময় থাকবে।'

 

ইউরোপা লিগ জয়ের ম্যাচ নিয়ে তিনি বলেন, 'বিলবাওতে সেই রাতটি ছিল দুই বছরের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের চূড়ান্ত পরিণতি। অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছিল এবং অনেকেই যেটাকে অসম্ভব বলেছিল সেটা আমরা করে দেখিয়েছি। আমরা ক্লাবের এমন ভিত্তিও স্থাপন করেছি যে ক্লাজকে তাদের  পরবর্তী সাফল্যের জন্য আর ৭ বছরও অপেক্ষা করতে হবে না।'  

]]>
সম্পূর্ণ পড়ুন