মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত এক সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিবাচক কথা ডিসেম্বরের মধ্যে না কি নির্বাচন। এটা সত্য মিথ্যা জানি না। তবে এই নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি জাতীয় সরকার নির্বাচন হবে-এটা একটা বিরাট প্রশ্ন। আমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য? না, জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধির একটি পার্লামেন্ট এবং সরকারের জন্য আন্দোলন হয়েছে।
আরও পড়ুন: কেন ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান ছাত্রদল সাধারণ সম্পাদকের?
সচিবালয়ে যারা হাসিনাকে লুটপাটে সহযোগিতা করেছে তারা এখন বিএনপি-জামায়াত হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। তারা শুধু ছাত্রদের কাছে দায়বদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার বাইরে পথ চললে হোঁচট খেতে পারেন বলে জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী।
আরও পড়ুন: কাদা ছোড়াছুড়ি করে ঐক্য নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবীর খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।
]]>