অভিযুক্ত মোহাম্মদ মাসুদ খান তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
জানা গেছে, মালয়েশিয়ার কেলানতান রাজ্যের লিম্বাটের কাম্পং কুবং সিপুত-এর একটি বাড়িতে ১৭ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়ার অভিযোগ ওঠে ওই বাংলাদেশির বিরুদ্ধে।
আরও পড়ুন:মালয়েশিয়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া বাংলাদেশির মরদেহ উদ্ধার
আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ মাসুদ খান গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিম্বাতের কাম্পং কুবং সিপুত-এর একটি বাড়িতে তার দেশের ১৭ জন অবৈধ অভিবাসীকে আশ্রয় দেন।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর আহমেদ নাবিল মোহাম্মদ আসরি মামলাটি পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ফিকরি মুহাম্মদ।
আরও পড়ুন:মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে মজুরি দিলে অভিযোগ দায়েরের নির্দেশ