নতুন মামলায় গ্রেফতার সালমানসহ বেশ কয়েকজন

১৯ ঘন্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (০২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

 

মোহাম্মদপুর থানার এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়েছে।

 

এছাড়া বিভিন্ন থানার করা মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব এনএম জিয়াউল আলমসহ ৪ জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক।

 

আরও পড়ুন: পিপি বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন, আদালতে শাজাহান খান

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজহারনামীয় আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এদিকে, আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে তাদের।
 

]]>
সম্পূর্ণ পড়ুন