১৬ মাস পর জয় দিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারলো ভারত

২ সপ্তাহ আগে
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সেরে নিলো ভারত। সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের ম্যাচটিতে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। তাতে শেষ হয়েছে দলটির ১৬ মাস অপেক্ষার অবসান।

২০২৩ সালের নভেম্বরের পর থেকে জয়হীন ভারত। এদিকে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাটিতে তারা আতিথেয়তা দেবে বাংলাদেশকে। শক্তির বিচারে বেশ এগিয়ে ভারত। বাংলাদেশের তুলনায় র‌্যাঙ্কিংয়েও ৫৯ ধাপ এগিয়ে তারা।

 

তবে শক্তি-সামর্থ্য সবকিছুতে এগিয়ে থাকলেও তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার খেলবেন লাল সবুজ জার্সিতে।

 

আরও পড়ুন: হামজা বাংলাদেশের মেসি: জামাল ভূঁইয়া

 

ভারতও তাই ৯ মাস আগে অবসরে যাওয়া নিজেদের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে ফেরালেন দলে। বয়স ৪০ পেরোলেও এখনো ধার কমেনি আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ এ গোলস্কোরের।

 

নিজের প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেছেন তিনি। ১৬ মাস ও ১১ ম্যাচ পর দলকে জয় এনে দিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হামজার বাংলাদেশকে মোকাবিলা করার জন্য ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছেন সুনীল ও ভারতীয় ফুটবল দল। এবার অপেক্ষা ২৫ মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লড়াইয়ের।

 

আরও পড়ুন: হামজাদের অনুশীলন দেখতে লাগছে টিকিট

 

এদিকে প্রস্তুতি ম্যাচ না খেললেও সৌদি আরবের প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশের মাটিতেও অনুশীলন করছে বাংলাদেশ। বুধবার (১৯ মার্চ) দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন হামজাও।

]]>
সম্পূর্ণ পড়ুন