তিনি বলেন, ‘পিলখানায় উদীয়মান মেধাবী সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেসময় যেদিকেই তাকিয়েছি, সেদিকেই শুধু অশান্তির আগুন দেখেছি।’
শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ওই গণসমাবেশ হয়।
আরও পড়ুন: চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম
গণসমাবেশে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের নালিতাবাড়ী উপজেলার সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।