১৫০টির বেশি শিক্ষা-ডিগ্রি যাঁর: অধ্যাপক পার্থিবন

৪ সপ্তাহ আগে
শুরুতে প্রথম ডিগ্রির বেলায় তিনি কেবল পাস করেছিলেন, তা–ও কষ্টে। ছেলের সেই ফল দেখে মা খুবই দুঃখ পান। সেই মুহূর্তেই পার্থিবনের মনে জ্বলে ওঠে এক আগুন। তিনি প্রতিজ্ঞা করেন—শুধু পাস নয়, একদিন তিনি হবেন শ্রেষ্ঠ ছাত্র, উজ্জ্বল করবেন মায়ের মুখ।
সম্পূর্ণ পড়ুন