দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।
১৫ বছরে গুম প্রায় ৬ হাজার - দৈনিক যুগান্তরের খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাড়ে ১৫ বছরে দেশে প্রায় ৬ হাজার ব্যক্তি গুম হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৬৯ জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে গুম কমিশন। এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হওয়ার পর মারা গেছেন ২৮৭ জন।
এদিকে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে ৬১ শতাংশের। এ তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে। যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয়। গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’র চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
কোন পথে ভেনেজুয়েলা? - দৈনিক মানবজমিনের প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানো নাকি সেখানকার তেলসম্পদ টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সার্বভৌম ভেনেজুয়েলায় হামলা চালিয়ে বছরের শুরুতেই বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। তার সেনারা দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের জেলে পুরেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। সেখানকার তেলসম্পদে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি। কার্যত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। তার উদ্দেশ্যে বলেছেন, তাকে ‘নিজের খবর রাখতে হবে।’
বিশ্বকাপে ‘রাজনীতি’র ধাক্কা - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে,
২৮.৩% প্রার্থিতা বাতিল - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ২৮.৩ শতাংশই বাতিল। আর বৈধ প্রার্থীর হার ৭১.৭ শতাংশ। গতকাল রবিবার যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে। সারা দেশে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে তিন হাজার ৪০৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এর মধ্যে প্রার্থী ছিলেন দুই হাজার ৫৬৮ জন। তাঁদের মধ্যে এক হাজার ৮৪২ প্রার্থীর প্রার্থিতা বৈধ হয়েছে। আর বাতিল করা হয়েছে ৭২৩ জনের মনোনয়নপত্র। তাঁদের মধ্যে সদ্যঃপ্রয়াত বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
দেশে ২০২৫ সালে ২৮০৮ নারী ও কন্যা নির্যাতনের শিকার - দৈনিক সমকালের খবর এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ২০২৫ সালে ২ হাজার ৮০৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পরিষদের তথ্যমতে, নির্যাতনের শিকার হওয়াদের মধ্যে ১ হাজার ২৩৪ জন কন্যা ও ১ হাজার ৫৭৪ জন নারী। সবচেয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে যৌন সহিংসতার ক্ষেত্রে। গত বছরে দেশে মোট ৭৮৬ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৪৩ জন কন্যা ও ২৪৩ জন নারী।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·