সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাত সোয়া ২টার দিকে এয়ারপোর্ট থানার ধোপাগুল পয়েন্টের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে র্যাব-৯-এর একটি আভিযানিক দল কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সিলেটগামী একটি সাদা রঙের প্রাইভেট কার ও একটি সাদা রঙের পাজেরো জিপকে থামার সংকেত দিলে গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। কিন্তু র্যাব সদস্যরা তাদের ধরে ফেলেন।
আরও পড়ুন: রাজধানীর জেনেভা ক্যাম্পের রাশিদ মাদকসহ কুমিল্লায় আটক
পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্লাস্টিক ব্যাগে রাখা ১ হাজার ৪৬০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গাড়ি দুটি জব্দ ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।