১৪তমবারের মতো বিশ্বরেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হলেন ডুপ্লান্টিস

২ ঘন্টা আগে
রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। কিন্তু ডুপ্লান্টিস নিজের রেকর্ড নিজেই ভাঙার জন্য গড়েন। এইতো গত মাসেই ১৩তমবারের মতো বিশ্বরেকর্ড ভেঙেছিলেন এই পোল ভল্টার। কিন্তু সেই বিশ্বরেকর্ড টিকল মাত্র একমাস। নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন এই সুইডিশ-আমেরিকান পোল ভল্টার।

আর্মান্ড ডুপান্টিস টোকিওতে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের পোল ভল্টে সোনা জেতার পথে ১৪তমবারের মতো বিশ্বরেকর্ড ভেঙেছেন।


এই সুইডিশ-আমেরিকান পোল ভোল্টার তৃতীয় চেষ্টায় ৬.৩০ মিটার উচ্চতা  অতিক্রম করেন—যা তার আগের রেকর্ড থেকে এক সেন্টিমিটার বেশি। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলেন।


সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ট্র্যাক ইভেন্টগুলো শেষ হওয়ার পর ৬০ হাজার দর্শকের চোখ ছিল ডুপ্লান্টিসের দিকে, যিনি আবারও ইতিহাস গড়লেন।

 

আরও পড়ুন: ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে কারাতে প্রতিযোগিতা, অংশ নেবে ৮ দেশ


২৫ বছর বয়সী ডুপ্লান্টিস প্রথম প্রচেষ্টায় কাছাকাছি গিয়েছিলেন, দ্বিতীয়বারে উরু দিয়ে বার সামান্য ছুঁয়ে ফেলায় দর্শকরা আঁতকে ওঠেন। শেষ চেষ্টায় নিজেকে সামলে নিয়ে বার অতিক্রম করতেই সতীর্থ প্রতিযোগী ও কোচদের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তিনি।


গত দুই বছরে ৩৭ প্রতিযোগিতায় অপরাজিত ডুপ্লান্টিস আরও একবার বিশ্বরেকর্ড ভেঙে বলেন, 'এটা আমার কল্পনার চেয়েও ভালো। এই বিশ্বরেকর্ড আপনাদের উপহার দিতে পেরে দারুণ লাগছে। দর্শকদের সমর্থন ছিল অবিশ্বাস্য। আমি ভীষণ খুশি।'


গত ছয় বছর ধরে পুরুষদের পোল ভল্টে রাজত্ব করছেন ডুপ্লান্টিস। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথমবারের মতো ফরাসি রেনো ল্যাভিলেনির ৬.১৬ মিটারের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। তারপর থেকে তিনি প্রতিবার এক সেন্টিমিটার করে নিজের রেকর্ড ভাঙছেন। ধারণা করা হয়, তিনি প্রতিবার বিশ্বরেকর্ড ভাঙার পর স্পনসরশিপ বোনাস পান।

 

বিশ্বরেকর্ড গড়ার পর ডুপ্লান্টিস। ছবি: স্কাই স্পোর্টস


নির্ধারিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস প্রতিযোগিতাগুলোয় বিশ্বরেকর্ড ভাঙলে সর্বোচ্চ ১ লাখ ডলার (৭৪,০০০ পাউন্ড) পর্যন্ত পুরস্কার দেওয়া হয়, সঙ্গে প্রতিযোগিতার নিজস্ব পুরস্কার তো আছেই।


ডুপ্লান্টিস ইতিহাসে দ্বিতীয় পুরুষ অ্যাথলেট, যিনি ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকার পর টানা তিনবার আউটডোর বিশ্ব পোল ভল্ট শিরোপা জিতলেন। বুবকা ১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে ১০ বছরে ১৭ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন। ডুপ্লান্টিস সেই রেকর্ড অতিক্রমের পথে রয়েছেন।


গ্রিসের ইমানুয়েল কারালিস ৬.০০ মিটারে লাফ দিয়ে রৌপ্য জিতেছেন। তিনি ৬.১০, ৬.১৫ ও ৬.২০ মিটার অতিক্রমে কাছাকাছি গেলেও সফল হননি। অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন।


আরও পড়ুন: বিশ্বের দ্রুততম মানবী জেফারসন-উডেন, দ্রুততম মানব অবলিক সেভিল


সোমবারের অন্য ইভেন্টগুলোর মধ্যে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের দিতাজি কামবুন্ডজি। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে অপ্রত্যাশিত জয় পেয়েছেন নিউজিল্যান্ডের জিওর্ডি বিমিশ। আর কানাডার ক্যামরিন রজার্স মহিলাদের হ্যামার থ্রোতে সফলভাবে শিরোপা ধরে রেখেছেন।


পুরুষদের ম্যারাথনে ফল এসেছে ফটো ফিনিশে। তানজানিয়ার আলফন্স ফেলিক্স সিম্বু মাত্র ০.০৩ সেকেন্ড ব্যবধানে জার্মানির আমানোল পেট্রোসকে হারান। ব্রিটিশ ত্রয়ী জশ কের, জেক উইটম্যান এবং নিল গৌরলি কষ্টার্জিত সেমিফাইনাল পেরিয়ে পুরুষদের ১৫০০ মিটার ফাইনালে জায়গা করে নিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন