১২০ টাকা খরচে পুলিশে চাকরি ৭১ জনের

৩ সপ্তাহ আগে
ছিল না আগের মতো কোনো মন্ত্রী, সংসদ সদস্য কিংবা প্রভাবশালী নেতাদের অনৈতিক চাপ। তাই স্বচ্ছ, নিরপেক্ষ এবং জবাবদিহিতার মধ্যে সম্পন্ন করা গেছে পুরো নিয়োগ প্রক্রিয়া। আর এভাবেই চাঁদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৭১ জন। এদের মধ্যে ৬৫ জন পুরুষ, অন্য ৬ জন নারী। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীতে আরও ১ জন নারী পেয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত এ ৭১ জনকে ফুল দিয়ে পুলিশ বাহিনীতে স্বাগত জানিয়ে বরণ করেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। 


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, ৩টি ধাপ পেরিয়ে পুলিশ কনস্টেল (আরটিসি) পদে নির্বাচিত যারা হয়েছেন। তাদের গত ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়েছে। তারপর গৃহীত আবেদনের ভিত্তিতে শারীরিক মাপ নেওয়া হয় ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত। তাদের মধ্যে ২৪৭৮ জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এর সংখ্যা থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মনস্তাত্বিক পরীক্ষা নেওয়া হয় গতকাল বুধবার সকালে। সেই পরীক্ষায় যারা যোগ্যতার পরিচয় দিতে পেরেছেন। তারাই পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি লাভ করেন।

আরও পড়ুন: যশোরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮১ তরুণ-তরুণী


সুদীপ্ত রায় আরও জানান, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চ্যালেঞ্জিং পেশার এই চাকরি লাভ করেন, কেবলমাত্র চাঁদপুরের স্থায়ী বাসিন্দারা। তারও আবেদন করতে মাত্র ১২০ টাকা খরচ করতে হয়েছে তাদের। শুধু তাই নয়, এখানে কোনো ধরনের তদবির বা সুপারিশ করার সুযোগ ছিল না। তাই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে এই ৭১ জন চাকরির সুযোগ লাভ করেন। যাদের মধ্যে ৬৫ জন পুরুষ এবং ৬ জন নারী। আবার এদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীতে আরও ১ জন চাকরি পান। 


এদিকে, সবপ্রক্রিয়া শেষ করে বুধবার গভীর রাতে চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ নতুন চাকরি পাওয়া ৭১ জনকে ফুল দিতে বরণ করে নেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। 

এসময় তিনি বলেন, প্রশিক্ষণ শেষে সততা এবং ন্যায়ের সঙ্গে পুলিশে চাকরি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। অন্যায় এবং দেশপ্রেমের বিপরিতে কোনো কাজে জড়িত হবে না। এমনটাই তোমাদের প্রতি আমার অনুেেরাধ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) রাশেদুল হক চৌধুরীসহ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন: ১২০ টাকায় স্বপ্নপূরণ ৩১ তরুণ-তরুণীর


অন্যদিকে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে পুলিশে চাকরি পেয়ে দারুণ খুশি অনেকেই। ফলাফল ঘোষণার সময় তাদের অনেকে আনন্দে কেঁদে ফেলেন। আবার কেউ দুহাত তোলে মহান আল্লাহ‘র কাছে শুকরিয়া আদায় করেন।


খোঁজ নিয়ে জানাগেছে, মধ্যরাতের পর ভোর রাতে চাঁদপুর পুলিশ লাইনস্ থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফিরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া এদের কেউ কেউ বাবা ও মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

]]>
সম্পূর্ণ পড়ুন