১২ বছর পর বিশ্বকাপে আলজেরিয়া

১ দিন আগে
আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। দুইদিন আগেই মোহাম্মদ সালাহ'র দেশ মিশর বিশ্বকাপ নিশ্চিত করেছিলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল আলজেরিয়া।

আলজেরিয়া ২০তম দেশ যারা আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সোমালিয়াকে হারানোর ম্যাচে আলজেরিয়ার হয়ে দুইটি গোল মোহাম্মদ আমুরা ও একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া।


এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে আরজেরিয়া। ২০১৪ বিশ্বকাপে তারা শেষ ১৬-তে খেলেছিল।


আরও পড়ুন: মিশরকে বিশ্বকাপের টিকিট এনে দিলেন সালাহ 
 



এদিকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়া থেকে—অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। আফ্রিকা থেকে টিকিট পেয়েছে—আলজেরিয়া, মিশর, মরক্কো এবং তিউনিসিয়া।


দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে—আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বো, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। আর ওশেনিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। আর তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তো আছেই।

]]>
সম্পূর্ণ পড়ুন