ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন রাজবীর। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লাগে।
দুর্ঘটনার পরে মোহালির ফোরটিস হাসপাতালে নেয়া হলে গায়ককে লাইফ সাপোর্টে রাখেন চিকিৎসকরা। দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বুধবার (৮ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক।
পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম রাজবীর জওয়ান্দা ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে।‘মুন্ডা লাইক মি’ একক গান দিয়ে সংগীত জগতে পা রাখা এ সংগীতশিল্পী অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন।
ভারতের পাঞ্জাবের গর্ব এ গায়কের হিট গানের তালিকা সুদীর্ঘ। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’ ইত্যাদি।
আরও পড়ুন: জুবিনের মৃত্যু মামলায় এবার ভাই গ্রেফতার!
২০১৮ সাল থেকে সিনেমাতেও অভিনয় শুরু করেছিলেন রাজবীর। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুবেদার জোগিন্দর সিং’, ‘জিন্দ জান’, ‘মিন্দো তাসিলদারনি’ ইত্যাদি।
আরও পড়ুন: জেমসের সঙ্গে ঢাকার মঞ্চ মাতাবেন পাকিস্তানের আলি আজমত, তারিখ চূড়ান্ত
]]>