সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া ম্যারাডোনার জার্সিটি এতদিন সংরক্ষিত ছিল। ৪০ বছর পর সেটি এবার উঠছে নিলামে।
১৯৮৪ সালের সেই ফাইনালে ম্যারাডোনার বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিক বিলবাওয়ের। ম্যাচটিতে বার্সেলোনা ১-০ গোলে হেরে যায়। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় ছিল শেষ মুহূর্তের ভয়াবহ মারামারি। মাঠ পরিণত হয়েছিল যেন রণক্ষেত্রে। ম্যারাডোনা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তিন মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েন।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে আর্জেন্টিনার নতুন আদালতে বিচার শুরু
মারামারির ফলে ম্যারাডোনার জার্সিটি ছিঁড়ে গিয়েছিল। ঘটনাবহুল ম্যাচ শেষে বার্সেলোনার এক লন্ড্রি কর্মী ছেঁড়া জার্সিটি তুলে রাখেন স্মৃতিচিহ্ন হিসেবে। পরে এটি তিনি উপহার দেন এক বন্ধুকে, যিনি ছিলেন কাতালুনিয়ার একটি বারের মালিক। সেই ব্যক্তির কাছেই চার দশক ধরে সংরক্ষিত ছিল এই ঐতিহাসিক জার্সি। এবার সেই ব্যক্তির পরিবার জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
ম্যারাডোনার জার্সিটির গলার অংশ ছেঁড়া, কাপড়ে রয়েছে আঁচড় ও কাটা দাগ। এগুলোই যেন বলে দেয় এর আসল ইতিহাস। নিলাম প্রতিষ্ঠান ‘ম্যাচ ডে ফুটবল অকশনস’ জানায়, ‘আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত জার্সি নিলামে তুলি না, তবে এটি শুধুই একটি জার্সি নয়, বরং ম্যারাডোনার ক্যারিয়ারের এক মোড় ঘোরানো ঘটনার সাক্ষী।’