মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেফতারকৃত নাজমুল হাসান সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: আত্মগোপনে থাকা যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
জেলা পুলিশ জানায়, সুমন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে মিছিল-মিটিং, জনবল সরবরাহসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। গ্রেফতারের সময় উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় নাশকতা প্রতিরোধে গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে সুমনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।’
তিনি আরও জানান, গ্রেফতার সুমনের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি তার সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>