১১০টি দেশের শিক্ষার্থীদের মতামত উত্থাপন হবে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে

২ সপ্তাহ আগে
বিশ্বের ১১০টি দেশে একযোগে অনুষ্ঠিত সম্মেলন থেকে সংগ্রহ করা তরুণ শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত যা উত্থাপন করা হবে আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আন্তর্জাতিক ‘লোকাল কনফারেন্স অব ইয়ুথ’ সম্মেলনটি আয়োজন করে 'সিক্ত বাংলাদেশ' নামে একটি সংগঠন। সেখানে এ তথ্য তুলে ধরা হয়।

 

এদিন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) উপদেষ্টা প্রফেসর আইনুন নিশাত, বহ্নি শিখার ব্যবস্থাপনা পরিচালক তাসাফি এম হোসেন, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ, পরিবেশ অধিদফতরের (বায়ুমান) পরিচালক জিয়াউল হক, সিক্ত বাংলাদেশের চেয়ার খাদিজা মুস্তারিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার।

 

সম্মেলনে সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুশো শিক্ষার্থী তুলে ধরেন জলবায়ু বিষয়ক মতামত ও পর্যবেক্ষণ।

 

আরও পড়ুন: চাকরিতে নয়, ‘অটো ঘানিতে’ ভাগ্য গড়লেন মানিকগঞ্জের বিপ্লব

 

এ অনুষ্ঠানে সিক্ত বাংলাদেশের অন্যতম পরিচালক মাহবুব আলম তামিম জানান, জলবায়ুর ইতিবাচক ধারা ধরে রাখতে ও নেতিবাচক দিকগুলো উত্তরণে যুব সমাজকে শক্তি হিসাবে কাজে লাগাতে চায় আন্তর্জাতিক সংগঠন ইয়াঙ্গুন। তারই ধারাবাহিকতায় দু'দিনব্যাপী এ আয়োজন। এখানকার ইয়ুথ স্টেটমেন্ট তুলে ধরা হবে আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে।

 

উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক কার্যক্রম সিথ্রিইআরের সহকারী পরিচালক রওফা খানম, ইউএনডিপির জলবায়ু বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, আন্তর্জাতিক আয়োজনের প্রধান সমন্বয়ক ইয়াঙ্গোর প্রতিনিধি আলবা পেনা ও জাতিসংঘ মহাসচিবের যুব বিষয়ক উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু।

 

দু'দিনের আলোচনায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নানা দিক ও করণীয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

 

শনিবার ২০ সেপ্টেম্বর শুরু হয়ে আজ রোববার ২১ সেপ্টেম্বর পর্যন্ত ‘লোকাল কনফারেন্স অব ইয়ুথ শেষ হলো।

 

]]>
সম্পূর্ণ পড়ুন