রোববার (২৩ মার্চ) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে এক বৈঠকের পর তাদের পদত্যাগের বিষয়টি জানান আরেক সবেক অধিনায়ক আকরাম খান। দুর্জয় সভাপতির পদ ছাড়তে রাজি হয়েছেন। সাধারণ সম্পাদক দেবব্রতও কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছেন। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের সরব না হওয়া নিয়ে ক্রিকেট মহলে বেশ সমালোচনা আছে, পদ কুক্ষিগত করে রাখার অভিযোগ তো আছেই।
১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদ। কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। কমিটিতে আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়করাও।
আরও পড়ুন: দুশো তাড়া করা পাকিস্তান সিরিজ হারানোর দিনে হারল একশ রানের বড় ব্যবধানে

আহ্বায়ক কমিটি গঠনতন্ত্রকে কাঠামোয় নিয়ে আসার কাজ করবে বলে সাংবাদিকদের জানান আহ্বায়ক সেলিম শাহেদ। তিনি বলেন, ,‘আমাদের প্রথম কাজ হচ্ছে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে ফেলতে হবে। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। আমরা সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করার চেষ্টা করব। কারা ভোটার, এটারও কিন্তু কোনো গাইডলাইন নেই।’
‘এটা করতে ৩ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব।’–তিনি যোগ করেন।