১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন স্টার্ক

১ দিন আগে
২০১৪ সালে সবশেষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছিলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। এরপর থেকে জাতীয় দলের খেলা থাকায় আর বিগ ব্যাশ খেলা হয়নি তার। তবে এবার আবারও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে ৩৫ বছর বয়সি এই পেসারকে।

১১ বছর আগে যে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক। সেই দলের হয়েই আগামী বিগ ব্যাশ মাতাবেন তিনি। তবে শুরু থেকে স্টার্ককে পাবে না তার দল। অ্যাশেজ শেষ হওয়ার পর সিক্সার্সে যোগ দিবেন তিনি। স্টার্কের দলে যোগ দেয়ার সম্ভাব্য সময় ৮ জানুয়ারি।  


গত দুই মৌসুমের মতো এবারও স্টার্ককে সাপ্লিমেন্টারি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেখেছে সিক্সার্স। তবে এবারের পার্থক্য হলো সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এবার বিগ ব্যাশের দ্বিতীয়ার্ধে খেলার বাস্তব সুযোগ তৈরি হয়েছে তার সামনে।


আরও পড়ুন: সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলবেন অশ্বিন! 


এবারের বিগ ব্যাশে খেলার বিষয়টি নিজেই জানিয়ে স্টার্ক বলেন, 'বিগ ব্যাশে সিক্সার্সের নতুন ম্যাজেন্টা জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছি। গত এক দশক ধরে ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মেই মাঠে নামছি। সিক্সার্স আমার হৃদয়ের খুব কাছের দল। বিগ ব্যাশ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতিগুলো এখনো তাজা। এবারও লক্ষ্য একটাই—আমাদের সমর্থকদের জন্য ট্রফি জেতা।'


স্টার্ক সর্বশেষ ২০১৪ মৌসুমে সিক্সার্সের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ২০ উইকেট। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এবারের বিগ ব্যাশ, চলবে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত। 

]]>
সম্পূর্ণ পড়ুন