১১ প্রবীণ শ্রমিককে ২ লাখ ২০ হাজার টাকা অনুদান

৬ দিন আগে
বেনাপোল বন্দরের ১১ জন প্রবীণ শ্রমিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে ২ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়ে সহায়তা করেছেন ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ৯২৫ এর কার্যালয়ে সাধারণ সভায় এই অর্থ প্রবীণ শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়।


উপজেলা বিএনপির শ্রম বিষয়ক ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী জানান, বেনাপোল বন্দরের শ্রমিকরা আগে বিভিন্নভাবে অবহেলিত ছিল। তিনি দায়িত্ব গ্রহণ করে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে শ্রমিক কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এ কাজের অংশ হিসাবে প্রবীণ ১১ শ্রমিককে ইউনিয়নের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়।


তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে এই বন্দরে কাজ অর্ধেকের নিচে চলে এসেছে। এরপরেও বিগত দিনের চেয়ে শ্রমিকদের মজুরি বেশি দেয়া হচ্ছে। এর কারণ  পরিশ্রমের অর্থ বহিরাগত কোনো নেতাকে ভাগ দিতে হয় না।’


আরও পড়ুন: ময়মনসিংহে দুর্গোৎসবে তারেক রহমানের আর্থিক অনুদান বিতরণ


অনুদান প্রাপ্ত প্রবীণ শ্রমিকরা হলেন: আশাদুল ইসলাম, আব্দুল্লাহ, মোমিনুর রহমান, ইয়াছিন, জাফর মিয়া, মহাসিন, মনিরুল আকরম, আরফাত, নাজমুল হোসেন ও হেকমত আলী।


অর্থ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর  ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক  রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দফতর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সব নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন