শনিবার (৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে হাওড় রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক কৃষকসহ একাধিক পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সবকটি হাওড় রক্ষায় ১১ দফা দাবি তুলে ধরা হয়। বক্তাদের দাবি মৌলভীবাজারের প্রাণপ্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ হাওড়গুলো বিরাট ভূমিকা পালন করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে- এ অঞ্চলের সব কটি হাওড় ব্যাপক দখল দূষণে তার অস্তিত্ব হারাচ্ছে। হাওড় রক্ষায় সরকারের এখনই এগিয়ে আসার দাবি।
আরও পড়ুন: সীমান্ত পথে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ
হাওড় রক্ষা আন্দোলন কমিটির উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে, হাকালুকি, হাইল হাওড়, কাউয়াদিঘি সহ, জেলার ৩০টি হাওড়ের সীমানা নির্ধারণ। সেই সঙ্গে হাওড়ের খাল-বিল, ছড়া, নদী-নালা দখলমুক্ত করে, শিগগিরই খনন কাজের দাবি জানান। একইসাথে তাদের দাবি- সরকার নিজ উদ্যোগে হাওড় ও বিল পাড়ে জলজ উদ্ভিদ হিজল করচ, জারুল গাছ রূপণের।
এছাড়াও তারা বলছেন, ভূমি ও পরিবেশ আইন-বিধি অমান্য করে যারা হাইল হাওড়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে। সেই সঙ্গে কাউয়াদিঘি হাওড় পাড়ের পরিবেশ বিনষ্ট করে, সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, কঠোর সমালোচনা করা হয়। হাওড় আন্দোলন কমিটি আরও দাবি করছে, কাউয়াদিঘি হাওড়ের ৪২টি বিলের মধ্যে অন্যতম বিল ‘হাওয়া বিলকে’ মাছের স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করা।
পরে এ জেলার হাওড় পাড়ের সমস্যা সমাধানে আন্দোলন কমিটি মৌলভীবাজার পৌরসভা কার্যালয় হলরুমে, এক আলোচনা সভায় মিলিত হয়। এতে কৃষকসহ অনেকেই বক্তব্য রাখেন।