লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৯৮ রান। ১০৩ রানে এখনও পিছিয়ে আছে তারা। জর্ডান নিল ৬ এবং অ্যান্ডি ম্যাকব্রাইন ৫২ রানে অপরাজিত আছেন।
৫ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। এরপর হামফ্রেসকে তুলে নেন তাইজুল ইসলাম। কিন্তু এরপর অধিনায়ক বালবির্নিকে নিয়ে মন্থরভাবে ব্যাটিং করতে থাকেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
আরও পড়ুন: প্রথম ডাবল সেঞ্চুরি মিস করে হতাশ জয়
দুইজন মিলে গড়েন ৬৬ রানের জুটি। তবে লাঞ্চ বিরতির ঠিক আগে এই জুটিও ভেঙে যায়। হাসান মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বালবির্নি। ৬৩ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন আয়ারল্যান্ডের অধিনায়ক। তবে এর মাঝে নিজের ফিফটি তুলে নেন ম্যাকব্রাইন।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ম্যাকব্রাইন ১০৪ বলে ৫২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে আছেন জর্ডান নিল (৬*)।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন হাসান মুরাদ। ২ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ১ উইকেট নেন নাহিদ রানা।

৩ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·