কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে কয়রা থানার ছোট অংটিহারা এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মিজানুর রহমান নামে একজন হরিণ শিকারিকে আটক করা হয়। তার বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে।
আরও পড়ুন: ‘সোনার হরিণ’ পেল ফরিদপুরের ২৩ জন, খরচ ২২০ টাকা!
পরবর্তীতে আটক শিকারি, উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও ফাঁদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার দেশের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: শিকারিদের ধাওয়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
প্রসঙ্গত, সুন্দরবনসংলগ্ন কয়রা, শ্যামনগর ও আশপাশের এলাকায় প্রায়ই হরিণ শিকারের ঘটনা ঘটে। মাংস বিক্রির জন্য চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে ফাঁদ পেতে হরিণ শিকার করে থাকে।
]]>