শনিবার (২২ নভেম্বর) কক্সবাজারে বরিশালের বিপক্ষে ঢাকার হয়ে প্রথম দিনের শেষে ১১৮ রানে অপরাজিত আছেন মার্শাল আইয়ুব। বাংলাদেশের হয়ে ৩টি টেস্ট খেলা এই ব্যাটার প্রথম শেণির ক্রিকেটে নিজের ২৮তম সেঞ্চুরি হাঁকানোর পথে ৪২ রানের মাথায় ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
১৭৪তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন মার্শাল আইয়ুব। তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন ঘরোয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার।
আরও পড়ুন: শেষ বিকেলে কুলদীপের ঘূর্ণিতে স্বস্তি নিয়ে দিন পার ভারতের
মার্শালের সেঞ্চুরিতে ভর করে ঢাকা ৮০.৫ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। ১৮ রানে ৩ উইকেট হারানোর পর আশিকুর রহমানের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন তিনি। ঢাকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান এসেছে আশিকুরের ব্যাট থেকে।
একই দিনে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত হোম। খুলনায় স্বাগতিকদের ওপেনার সৌম্য সরকারকে আউট করে এই মাইলফলক ছুঁয়েছেন ময়মনসিংহের এই অলরাউন্ডার। চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাওয়া সৌম্য ডাবল সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু ১৮৬ রানের মাথায় শুভাগত তাকে আউট করেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত।
]]>

১ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·