১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, বৈষম্যবিরোধীর দুই নেতাকে শোকজ

৪ সপ্তাহ আগে
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (৭ জুলাই) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে শোকজের চিঠি পোস্ট করা হয়।


সম্প্রতি খুলনায় মেলার আয়োজকের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে ওই নেতাদের বিরুদ্ধে। চাঁদা দাবির ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টু মিয়ার কাছে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়।


আরও পড়ুন: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ সংঘর্ষ, তিন নেতাকে শোকজ


সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষর করা শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা এই নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংগঠন আপনার বিরুদ্ধে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন