১০ ম্যাচে নেই জয়ের দেখা, অবশেষে চাকরি হারালেন উলভসের কোচ

১ সপ্তাহে আগে
ব্যর্থতা যেন একেবারে আষ্টেপৃষ্ঠে ধরেছে উলভারহ্যাম্পটনকে। প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচে নেই কোনো জয়ের দেখা। আর সেই ব্যর্থতার খেসারত দিতে হলো দলের কোচ ভিতর পেরেইরাকে। টানা ব্যর্থতার কারণে পর্তুগিজ এই কোচকে বরখাস্ত করলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

সবশেষ শনিবার (১ নভেম্বর) ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন। চলতি লিগে যা তাদের অষ্টম হার। এর পরদিনই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে দলের কোচ পেরেইরার ছাঁটাইয়ের খবর। এরপরই এক বিবৃতিতে পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানায় ক্লাবটি। 

 

আরও পড়ুন: ভুল করে গোল খাওয়ার পর যা বললেন মার্টিনেজ

 

দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে আছে উলভস। গত ডিসেম্বরে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন পেরেইরা। সেই সময়ও ধুঁকছিল দলটি, লিগ টেবিলে ছিল ১৯ নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৬ নম্বরে থেকে আসর শেষ করেছিল উলভস। 

 

এরপর চলতি বছরের সেপ্টেম্বরে তার সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করে ক্লাবটি। কিন্তু অল্পদিনের মধ্যে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো পেরেইরাকে। 

 

আরও পড়ুন: ফরাসি লিগে ঝড় তোলা এই আর্জেন্টাইনকে দলে ডাকবেন তো স্ক্যালোনি?

 

গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পরই সমর্থকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েন পেরেইরা। ম্যাচ শেষে একদল সমর্থকের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান। 

 

এই মৌসুমে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ও এভারটনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল উলভস। তবে গত বুধবার চেলসির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

]]>
সম্পূর্ণ পড়ুন