১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে হেরে গেলেন রজব আলী

২ সপ্তাহ আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত হওয়ার ১০ দিন পর রজব আলী (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (২২ ডিসেম্বর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


জানা গেছে, মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মহিবুর মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে গত ১২ ডিসেম্বর দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে আহত রজব আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: হবিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গুরুতর আহত হয়ে তিনি সিলেটে চিকিসাধীন ছিলেন। আহত রজব আলীর মরদেহ গতকাল বিকেল পর্যন্ত বাড়ি পৌঁছেনি। পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

]]>
সম্পূর্ণ পড়ুন