শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা শাফি শিকদার ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যাকে তার বাড়িতে ডেকে নেয়। এরপর ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে।
আরও পড়ুন: ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
শিশুটি চিৎকার দিলে শাফি শিকদার তাকে ছেড়ে দেয়। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
শাফি শিকদার প্রভাবশালী হওয়ায় এ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই শিশুর পরিবারকে হুমকি দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে শাফি শিকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ দিকে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

২ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·