প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। বিরতির পর ব্যবধান বাড়ান লামিন ইয়ামাল। শুরুতে ছন্দ পেতে একটু সময় লাগে বার্সেলোনার। তবে দশম মিনিটে রাফিনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বড় এক ধাক্কা খায় ভিয়ারিয়াল। ৩৯তম মিনিটে ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার রেনাতো ভিয়েগা। প্রথম হাফে আর ভালো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা।
দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। ৬২তম মিনিটে ফেরান তোরেস ও ফের্মিন লোপেসকে তুলে লেভানডোভস্কি ও মার্কাস র্যাশফোর্ডকে নামান বার্সেলোনা কোচ। পরের মিনিটেই ব্যবধান বাড়ান ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগায় ইয়ামালের সপ্তম গোল এটি।
আরও পড়ুন: বছরের শেষ ম্যাচে রিয়ালের জয়, রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
শেষ দিকে স্কোরশিটে নাম তোলার দারুণ একটি সুযোগ পান র্যাশফোর্ড। ডি ইয়ংয়ের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে নিচু শট নেন ইংলিশ ফরোয়ার্ড, তবে শটে জোর ছিল না খুব একটা, গোললাইন থেকে ক্লিয়ার করেন ভিয়ারেয়ালের এক ডিফেন্ডার।
লিগে টানা অষ্টম জয় পেল বার্সেলোনা। বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়ে রাখল কাতালান দলটি। ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·