১০ কোম্পানির পাচার করা অর্থ ফেরাতে দুদক সিআইডি এনবিআরের সমন্বয়ে টিম গঠন

৩ সপ্তাহ আগে
বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, সামিট, ওরিয়নসহ ১০টি ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। দুদক, এনবিআর ও সিআইডির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল।

শনিবার (১৪ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অন্য গ্রুপগুলো হলো- নাসা গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, শিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ।


জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের অফিস এই দলকে আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংক। যৌথ দলটিকে নেতৃত্ব দেবে দুর্নীতি দমন কমিশন।

 

আরও পড়ুন: ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে সম্পদের পাহাড়, কী বলছেন অর্থনীতিবিদরা


যৌথ অনুসন্ধান ও তদন্ত দল মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত কার্যক্রমের হালনাগাদ তথ্য আন্তঃসংস্থা টাস্কফোর্স ও বিএফআইইউকে সরবরাহ করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন