১০ কোটি টাকার অনিয়ম, অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ আটক ৩

১ সপ্তাহে আগে
বিপুল পরিমাণ টাকা অনিয়মের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখা ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে তাদের আটক করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে।

 

জানা যায়, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্য বিশিষ্ট অডিট টিম কাশিনাথপুর শাখায় যায়। অডিটে সদস্যরা ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম পান।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে কিশোরের রহস্যজনক মৃত্যু

 

এ বিষয়ে সাঁথিয়া থানায় শাখা ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে অভিযোগ দেয় অডিট টিম। বৃহস্পতিবার দিনগত রাতে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুক্রবার আটকদের আদালতে পাঠানো হবে। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনগত পদক্ষেপ নেবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন