উয়েফা নেশন্স লিগের ম্যাচে গত বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচের একমাত্র গোল করে রোনালদোর সামনেই তার ট্রেডমার্ক সেলিব্রেশন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হয়লুন্দ। তার পরিপ্রেক্ষিতে খোলামেলা কথা বলেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আমার জন্য এটা কোনও সমস্যা নয়।’
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ (২৩ মার্চ) রাত পৌনে চারটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদো হয়লুন্দের উদযাপন নিয়ে বলেছেন, ‘এটা আমার জন্য সম্মানের। কিন্তু আমি আশা করি আগামীকাল (আজ রাতে) সে আমার সেলিব্রেশন দেখতে পাবে।’
আরও পড়ুন: রোনালদোর সামনে তার আইকনিক উদযাপন করে যা বললেন হয়লুন
রোনালদো আরও বলেন, ‘আমার মনে হয় না, সে আমাকে অসম্মান করতে এটা করেছে। আমি যথেষ্ট স্মার্ট যে কেবল সে নয়, সারা বিশ্বের অন্যান্য ক্রীড়াবিদরাও আমার উদযাপন করে।’
হয়লুন্দ কেন রোনালদোর এই উদযাপনটি করেছিলেন, সে ব্যাপারেও তিনি বলেছেন। পুর্তুগিজ এই সুপারস্টারকে নিয়ে হয়লুন্দ বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আমার কছে সবকিছু। ক্রিস্টিয়ানোর কারণেই আমি ফুটবলের প্রেমে পড়েছিলাম। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত ছিলাম ক্রিস্টিয়ানোর কারণেই। আমি সবসময় ক্রিস্টিয়ানো হতে চেয়েছিলাম।’
আরও পড়ুন: নিজের অবসর পরিকল্পনা জানালেন লুকা মদ্রিচ
হয়লুন্দের আশা, তার এই গোলটি ডেনমার্ককে নেশন্স লিগের সেমিফাইনালে নিয়ে যেতে সহায়তা করবে। অন্যদিকে রোনালদোও জানেন, এগিয়ে যেতে হলে তার কী কাজ রয়েছে। রোনালদো বলেন, ‘এই আবহাওয়া আরও উত্তেজনাপূর্ণ, আমি এটা লুকোতে চায় না। আমরা এমন মুহূর্তে আছি, কারণ আমাদের জিততে হবে। কিন্তু ফুটবলের জন্য এটাই ফুটবলের সবচেয়ে সুন্দর দিক। ভক্তদের আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।’
‘আমি ৯০ মিনিটের মধ্যে খেলা হেরেছি, কিন্তু প্রথম লেগে কখনও হারিনি। এরকম খেলাও আছে, খারাপ দিনও আছে। অন্য দিনে আমি মোটেও খেলিনি, দলও খেলেনি। কিন্তু এটা জীবনের অংশ। তবে আগামীকাল (রোববার রাতে) আমি মাথা উঁচু করে স্টেডিয়াম ছাড়তে চাই। আমি যদি গোল করি, আমি খুব খুশি হবো। কিন্তু যদি গোল না করি, অন্য কেউ করুক। আমি চাই পর্তুগাল জিতুক।’
]]>