হ্যাটট্রিকে বোলারদের পছন্দের শীর্ষে বাংলাদেশ!

২ সপ্তাহ আগে
বাংলাদেশের ব্যাটারদের পেলেই কী জ্বলে ওঠেন প্রতিপক্ষের বোলাররা? নাকি আদতে টাইগার ব্যাটাররাই একটু বেশি নড়বড়ে? হ্যাঁ, টাইগার ব্যাটারদের ব্যর্থতা নতুন কিছু নয়। আর তার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগান প্রতিপক্ষ বোলাররা। ব্যাটারদের দুর্বলতার সুযোগেই সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড।

বিপক্ষ বোলারদের কাছে বাংলাদেশ যেন হ্যাটট্রিকের প্রিয় শিকার। বাংলাদেশের ব্যাটিং যখন জ্বলে ওঠার কথা, তখনই কোথা থেকে এক বোলার আসেন, তিন বলেই ঘুরিয়ে দেন ম্যাচের গতিপথ, রচনা করেন হ্যাটট্রিকের কবিতা, আর টাইগাররা পড়ে থাকে হতাশার নরম আলোক ছায়ায়। 

 

ক্রিকেটের পরিসংখ্যান বলে, অন্য কোনো দল নয়; সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। এ যেন এক অনিচ্ছাকৃত রেকর্ড, যা পড়ে থাকে ক্রিকেটের ইতিহাসে, একটি লালচে হাহাকারের মতো। 

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের শিকার হয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে মোট ৮ বার এই কীর্তি গড়েছেন প্রতিপক্ষ বোলাররা। এর মধ্যে সর্বপ্রথম হ্যাটট্রিকটা করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, ২০০৭ সালে। কেপ টাউনে সেদিন প্রথমে সাকিব আল হাসানকে অ্যাডাম গিলক্রিস্টের ক্যাচ বানান ব্রেট লি। পরের বলে মাশরাফিকে বোল্ড করেন, এবং তার পরের বলে অলক কাপালিকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন এই অজি পেসার।  

 

আরও পড়ুন: ভারতীয় দলের ১২তম সদস্য একটি কুকুর!

 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২০১৭ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পরপর তিন বলে মুশফিকুর রহিম, মাশরাফি ও মেহেদী হাসানকে আউট করেন এই পেসার।   

 

টাইগারদের বিপক্ষে তৃতীয় হ্যাটট্রিকটা করেন ভারতের পেসার দীপক চাহার। ২০১৯ সালের নভেম্বরে এই কীর্তি গড়েছিলেন তিনি। সে ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলামকে পরপর আউট করে হ্যাটট্রিক পূরণ করেছিলেন ভারতের এই পেসার। 

 

এরপর ২০২১ সালে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। সে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথমে বোল্ড করেন এলিস। তারপর মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই অস্ট্রেলিয়ান। 

 

২০২৩ সালের জুলাইয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন আফগানিস্তানের করিম জানাত। সে ম্যাচে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে পরপর তিন বলে আউট করেছিলেন এই আফগান বোলার। 

 

আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন শ্রেয়াস, ভারতে ফিরবেন কবে

 

গত বছরের মার্চে সিলেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার নুয়ান থুসারা। নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহকে পরপর তিন বলে আউট করেছিলেন শ্রীলঙ্কার এই বোলার। 

 

সে বছরেরই জুনে নিজের প্রথম হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। পরপর তিন বলে তিনি ফিরিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়কে। নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। 

 

বাংলাদেশের বিপক্ষে সবশেষ হ্যাটট্রিকটা করেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। গত শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে এই কীর্তি গড়েন তিনি। সে ম্যাচের ১৮তম ওভারে নুরুল হাসান সোহানকে ফেরানোর পর শেষ ওভারে পরপর তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলামকে আউট করে সম্পন্ন করেন নিজের হ্যাটট্রিক। 

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন একাধিক বোলার। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এই কীর্তিতে এখনো নাম লেখাতে পারেননি বাংলাদেশের কোনো বোলার।

]]>
সম্পূর্ণ পড়ুন