হ্যাজেলউডের তোপে বিধ্বস্ত ‍উইন্ডিজ, তিন দিনেই টেস্ট জিতল অস্ট্রেলিয়া

১ সপ্তাহে আগে
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করার পর লিডও তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিরা ঘুরে দাঁড়ালেও জশ হ্যাজেলউডের তোপে ক্রিজে থাকতেই পারেনি উইন্ডিজ।

তাতে মাত্র তিন দিনেই ব্রিজটন টেস্ট জিতে নিলো প্যাট কামিন্সের দল। তিন ম্যাচের সিরিজের তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

 

বার্বাডোসে শুক্রবার (২৭ রাতে) ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে অজিদের জয়ে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছেন হ্যাজেলউড।

 

ঘরের মাঠ, পরিচিত আবহাওয়া। লক্ষ্যটাও খুব বেশি কঠিন ছিল না। দুই দিনের বেশি সময় হাতে থাকায়, সুযোগ ছিল জয় তুলে নেওয়ার। কিন্তু ৩০১ রান তাড়া করতে নেমে রীতিমতো ধরাশায়ী হয় উইন্ডিজ। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে (৪) মিচেল স্টার্ক শিকার করার পর দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েছিল জন ক্যাম্পবেল ও কেচি কার্টি।

 

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে তোশক-বালিশ নিয়ে গেছেন ভারতীয় ক্রিকেটাররা, কেন?

 

এরপরই দৃশ্যপটে হাজির হ্যাজেলউড। টানা ৪ উইকেট তুলে নিয়ে মুহূর্তেই ধস নামান ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপে। ক্যাম্পবেল ২৩ আর কার্টি ২০ রান করে আউট হন। দলীয় ৬১ রানে কামিন্সের বলে বোল্ড হন শাই হোপ। এরপর আর ঘুরে দাঁড়াতে সম্ভব হয়নি উইন্ডিজের। জাস্টিন গ্রিভস একপ্রান্ত আগলে রেখে ৩৮ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শেষদিকে ২২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন শামার জোসেফ। তাকে সাজঘরে ফেরান নাথান লায়ন। ৩৩.৪ ওভারে ১৪১ রানে থামে উইন্ডিজের ইনিংস। বড় ব্যবধানে জয় তুলে নেয় অজিরা।

 

এর আগে ট্রাভিস হেড, ব্যু ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির ফিফটির ইনিংসের কল্যাণে উইন্ডিজের সামনে ৩০১ রানের লক্ষ্য বেধে দিতে সক্ষম হয় অজিরা। হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারি ৬৫ রান করেন। শামার জোসেফ একাই তুলে নেন ৫ উইকেট। তাতে অজিদের দ্বিতীয় ইনিংস থামে ৩১০ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৮০ রানের জবাবে ১৯০ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ।

 

আরও পড়ুন: ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে

 

সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৩ জুলাই।

]]>
সম্পূর্ণ পড়ুন