ক্যারিয়ারের মধ্য গগনেই কোচিং কোর্সের দীক্ষা নিচ্ছেন বাংলাদেশ নারী দলের প্রথম সাফ জয়ের অন্যতম কুশিলব। ব্যস্ত ছিলেন ভুটানের স্থানীয় লিগে। বাফুফেই তাকে আমন্ত্রণ জানিয়েছে এএফসি 'বি' লাইসেন্স কোর্চ সম্পন্ন করার জন্য। ভুটানে তথাকথিত লিগ খেলার চাইতে, এই প্রস্তাব বেটার মনে করে যোগ দিয়েছেন সাইফুল বারী টিটুর ক্লাসে।
বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, 'আমার ইচ্ছা হচ্ছে ফুটবলারদের সঙ্গে কাজ করব, এজন্যই আমি কোচিং লাইসেন্স করছি। একটা সময় দেখা যাবে আমি আর খেলোয়াড় থাকব না। সেক্ষেত্রে আমার যদি লাইসেন্স থাকে তবে পরবর্তীতে কাজ করতে পারব।'
সানজিদা এক সময় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। সব কিছু স্বাভাবিক থাকলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের সদস্য তিনি হতেন অবধারিতভাবেই। যেটা নিয়ে আক্ষেপে পোড়ার বদলে মেনে নিচ্ছেন নিয়তি। ইতিহাস রচনার জন্য অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের।
আরও পড়ুন: নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
সানজিদা আক্তার বলেন, 'সবসময় তো মানুষ সবকিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেয়া লাগেই। আমাদের সবসময় স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার পর এশিয়াতে ভালো কিছু করার। এবার তারা সেটা করে ফেলেছে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি।'
এর আগে গ্রাসরুট ছাড়াও এএফসি 'সি' লাইসেন্স কোচিং কোর্স শেষ করেছেন সানজিদা। 'বি' লাইসেন্সে তিনি ছাড়াও শিউলি আজিমসহ অংশ নিচ্ছেন আরও পাঁচ ফুটবলার।