কুশল মেন্ডিস ও আসালাঙ্কার ১২৪ রানের জুটি ভাঙেন তাসকিন। আর এরই মধ্যে সামনে এসেছে দারুণ এক পরিসংখ্যান। ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন, এমন পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি তাসকিন আহমেদের।
আরও পড়ুন: শুধু টাকার জন্য কেউ ক্রিকেট খেলে না: রনি
এ সময়ের মধ্যে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি ছিল ৪.৮৭। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, এ সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন তিনি। তার ইকোনমি ৫.১৫। সে দিক থেকে তাসকিনের পেছনে পড়েছেন এই কিউই পেসার।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে পাকিস্তান দলে নেই বাবর-শাহিন
তালিকায় তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে ৩৩ উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট নিয়েছেন।
বেস্ট ইকোনমি রেটের শীর্ষ পাঁচ পেসার (১ জানুয়ারি-২০২৩ থেকে)
খেলোয়াড় | দেশ | ইনিংস | উইকেট | ইকোনমি |
তাসকিন আহমেদ | বাংলাদেশ | ২৭ | ৪৬ | ৪.৮৭ |
ম্যাট হেনরি | নিউজিল্যান্ড | ২৬ | ৪৯ | ৫.১৫ |
কাগিসো রাবাদা | দক্ষিণ আফ্রিকা | ১৯ | ৩৩ | ৫.৩২ |
জস হ্যাজলউড | অস্ট্রেলিয়া | ২২ | ৩০ | ৫.৩৮ |
মোহাম্মদ সিরাজ | ভারত | ২৭ | ৪৭ | ৫.৪১ |
]]>