হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২ সপ্তাহ আগে
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লিটন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট মনে হচ্ছে। এই দলটির অধিনায়কত্ব করতে পেরে খুব ভালো লাগছে। উপভোগ করছি। আমরা সিরিজ জিতেছি। কিন্তু ভালো একটি দলের বিপক্ষে এটি আরেকটি ম্যাচ। আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই।’

 

আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে খেলছেন না সৌম্য সরকার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এর আগে তিনি ৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

 

আরও পড়ুন: আজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ

 

আর ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে দুটি পরিবর্তন। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের। ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলেন সিলস।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।

 

এর আগে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ রানের জয় পেয়েছিল টাইগাররা। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং নৈপূণ্যে ২৭ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

 

একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে উইন্ডিজের বিপক্ষে একবারই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে তাদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের এবার রয়েছে প্রথম বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ।

]]>
সম্পূর্ণ পড়ুন