হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সময়টা বেশ ভালোই যাচ্ছিল। তবে উড়তে থাকা দলটাকে হঠাৎ করেই মাটিতে নামিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ। টানা ৪টি টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে উইন্ডিজ। আজ হারলেই ঘরের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং ব্যর্থতায় আগের টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই পরে ব্যাটিং করেছে টাইগাররা।

 

আরও পড়ুন: সেমিফাইনাল হারের পর নিজেদের কিছুটা অ-অস্ট্রেলিয়ান লাগছে অজি অধিনায়কের 

 

গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে এ ম্যাচের একাদশে রাখা হয়নি। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান অবশ্য প্রথম টি-টোয়েন্টির একাদশেও ছিলেন।  

 

আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না ভারত

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম। 

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল, আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন