বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
এ সময় হাজারও নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।’
মনোনয়ন না পবার বিষয়ে বলেন, ‘ঘোষিত প্রাথমিকভাবে দেয়া মনোনয়নই চূড়ান্ত না। গোয়েন্দা সংস্থা এবং নির্বাচনী এলাকার মানুষের চাওয়া পাওয়ার সঠিক তথ্য তারেক রহমানের কাছে দেয়া হয়নি। তিনি যাদের চিনেন তাদের এবং গত ১৭ বছরে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের মনোনয়ন তিনি দিয়েছেন। আমি আশাবাদী তারেক রহমান দেশে ফিরে এসে সঠিক মূল্যায়ন করবেন। তাই আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’
আরও পড়ুন: এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন যেভাবে
বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
বিকাল ৪টায় তিনি হেলিকপটারে এসে নামেন। এর আগে দুপুর ১টা থেকে নির্বাচনী এলাকার হাজারও নারী-পুরুষ ও নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বেলতৈল উচ্চ মাঠে জড়ো হন।
সমর্থকরা বলছেন, এই আসনের ইতিহাসে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ একজন তরুণ বিএনপির প্রার্থী। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ তার প্রতি আস্থা রাখতে চায়। এলাকার গরীব দুখী মানুষের পাশে থাকেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছেন। আমরা হেলিকপটার দেখতে আসিনি। তাকে দেখতে এসেছি।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·