এনডিটিভিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল ৫৮ বছর বয়সি ড্যারেল ‘প্ল্যান্ট’ থমাসের তার লোকেদের জন্য ‘শেষ উপহার’। তার শেষকৃত্যের দিন, তার ছেলেরা - ড্যারেল এবং জন্টি - নগদ অর্থ এবং গোলাপের পাপড়ি ফেলার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন।
প্রতিবেদন মতে, গত ২৭ জুন দুপুর ১টার দিকে প্রায় ৫ হাজার ডলার হেলিকপ্টার থেকে ফেলা হয়।
কনার স্ট্রিটের কাছে গ্র্যাটিওট অ্যাভিনিউতে হেলিকপ্টার থেকে পথচারীদের ওপর হাজার হাজার ডলার এবং গোলাপের পাপড়ি পড়ার একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে।
ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখনে নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবের সামনে বন্দুকধারীর হামলা, নিহত ৪
একজন লিখেছেন, ‘সম্প্রদায়কে ফিরিয়ে দেয়ার কী অসাধারণ উপায়। আমি আশা করি মানুষ জানত যে তিনি (মারা যাওয়া ব্যক্তি) কে।’
আরেকজন লিখেছেন, ‘এটা খুবই মর্মস্পর্শী। এমনকি নিজের শেষ মুহূর্তগুলোতেও, তিনি তার চারপাশের লোকেদের সাহায্য করতে চেয়েছিলেন। এ ধরনের গল্পগুলো আপনাকে মনে করিয়ে দেয় যে প্রকৃত দয়া কেমন হয়।’
]]>