ইরান-সমর্থিত হুতিরা ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে এমন খবরের মধ্যে এই হুমকি দিলেন প্রতিরক্ষামন্ত্রী।
গত সপ্তাহে হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার হত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনি বিদ্রোহী বাহিনীটি আবারও আক্রমণ শুরু করেছে।
আরও পড়ুন:গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান হামাসের
কার্টজ এক্সবার্তায় হিব্রু ভাষায় লিখেছেন, হুতিরা আবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অন্ধকারের মহামারী। কিন্তু আমরা ১০টি মহামারীই সম্পন্ন করব।
কার্টজের হুমকি অনুযায়ী ১০টি বিপর্যয় হলো মিশরের উপর ঈশ্বরের পাঠানো একগুচ্ছ দুর্যোগ। যার কথা বাইবেলের এক্সোডাস বইতে বলা হয়েছে। হিব্রু ঈশ্বর মিশরের উপর এই বিপর্যয় এনেছিলেন যাতে ফারাও দাসত্বপ্রাপ্ত ইসরাইলিদের মুক্ত করতে রাজি হন।
বৃহস্পতিবারের আগে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের বাইরে আঘাত হেনেছে। আগের দিন সেনাবাহিনী জানায়, তারা দুটি হুতি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এদিকে, সোমবার ইয়েমেনি গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ট্যাংকার স্কারলেট রে-তে আঘাত হানার পর ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরাইলের বিরুদ্ধে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা দাবি করছে যে, ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন:সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান, দাবি আইএইএর
সূত্র: আল জাজিরা
]]>