হুট করে পাকিস্তানের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন গিলেস্পি

৩ সপ্তাহ আগে
অবশেষে পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জেসন গিলেস্পি। আলোচনা ছাড়া আচমকা সহকারী কোচকে বাদ দেয়া ভালোভাবে নেননি তিনি। সঙ্গে পিসিবির সঙ্গে যোগাযোগ সমস্যার কারণেই মূলত পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েছেন এই অজি। অস্ট্রেলিয়ান এক ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এই অজি কোচ।

কোনো আলোচনা ছাড়াই পাকিস্তানের লাল বলের সহকারী কোচ টিম নিয়েলসনকে ছাঁটাই করায়, জেসন গিলেস্পির চাকুরি ছাড়ার গুঞ্জন তখনই উঠেছিল। সেই শঙ্কা সত্যি করে লাল বলের দায়িত্ব ছাড়লেও কারণটা স্পষ্ট করেননি তিনি।

 

অবশেষে অস্ট্রেলিয়ার একটি সম্প্রচার মাধ্যমে পিসিবি'র চাকরি ছাড়ার কারণ জানালেন গিলেস্পি। মূলত তার সঙ্গে আলোচনা না করেই নিয়েলসনকে ছাঁটাই করায় নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছিলেন এই অজি কোচ। যা তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে অনেকটা বাধ্য করে বলে জানান তিনি।

 

গিলেস্পি বলেন, ‘নিয়েলসনকে বলা হয়েছিল তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না এবং এ নিয়ে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। সেই মুহূর্তে আমি ভেবেছিলাম তারা আসলে এই কাজের জন্য আমাকে চায় কি না। এটা আমাকে ভালোভাবে ভাবতে বাধ্য করে।’

 

আরও পড়ুন: মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের জয় বাংলাদেশের

 

কোচের ক্ষমতা খর্ব করায় এর আগে সাদা বলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন গ্যারি কারস্টেন। ম্যাচের একাদশ ঠিক করতেও কোনো পরামর্শ নেয়া হতো না গিলেস্পির থেকেও। এমনকি ম্যাচের একাদশে কারা থাকছেন তাও জানানো হতো না তাদের। যা বড় অসুবিধা মনে করেন এই অজি কোচ।

 

তিনি বলেন, ‘ম্যাচের দিন সকালেও আমার একাদশ নিয়ে ধারণা থাকত না। নির্বাচকসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে আপনার স্পষ্ট যোগাযোগ থাকতে হবে এবং খেলার অন্তত একদিন আগে দল সম্পর্কে কোচ হিসেবে জানতে হবে যাতে আপনি সঠিক পরিকল্পনা করতে পারেন এবং এতে খেলোয়াড়দের প্রস্তুত করতে সুবিধা হয়।’

 

আরও পড়ুন: শেষ উইকেটে ফলো-অন এড়িয়ে দিন শেষ করল ভারত

 

এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াটওয়াশের পর নির্বাচকের ভূমিকা থেকেও সরিয়ে দেয়া হয় গিলেস্পিকে। এতে কিছুটা হতাশ হলেও নিজের দায়িত্ব পালন করে যান তিনি। তবে শেষ পর্যন্ত হঠাৎ নিয়েলসনকে বাদ দেয়া পিসিবির একটা ইঙ্গিত মনে করেছেন এই অজি কোচ। যে কারণে সাউথ আফ্রিকা সিরিজের আগ মুহূর্তে লাল বলের কোচিং প্যানেলকে বিদায় জানান গিলেস্পি।

]]>
সম্পূর্ণ পড়ুন