দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার

২০ ঘন্টা আগে
দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সম্প্রতি সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা সমাধান নয়।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর বোট ক্লাবে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

 

রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় এ কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 

বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। জনভোগান্তি সৃষ্টি হয় এমন ‍কিছু না করারও কথা বলেন। দাবি আদায়ে রাজপথ দখল এটা সমাধান নয়।

 

এ সময় দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানান কমিশনার।

 

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার

 

তিনি বলেন, 

৫ আগস্টের পরে পুলিশবাহিনীর সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, তবে সেসব থেকে উৎরে আসার চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে পুলিশ যে আচরণ করেছে, সেখান থেকে বের হতে চাই আমরা। পাশাপাশি একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে।

 

দেশব্যাপী সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ছিনতাই বেড়েছে সেটি রোধে কাজ করছে পুলিশ বলেও জানান ডিএমপি কমিশনার।

 

]]>
সম্পূর্ণ পড়ুন