আইপিএল থেকে কবে অবসর নেবেন ধোনি, গত কয়েক বছর ধরেই বহুল আলোচিত একটি বিষয় এটি। প্রতি বছর এই টুর্নামেন্ট শুরুর পরপরই ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এবার ধোনির বক্তব্যে জানা গেল, এখনও অবসর নিয়ে ভাবছেন না তিনি। যতদিন খেলার মতো ফিট থাকবেন, খেলবেন ততদিন।
শনিবার (২২ মার্চ) অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘যতদিন ইচ্ছা হবে, ততদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা (চেন্নাই) আমাকে ছাড়বে না।’
ধোনি একাই নন, চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও মনে করেন, ধোনির খেলা চালিয়ে যাওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। শচীন টেন্ডুলকারের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’
আরও পড়ুন: চেন্নাই-মুম্বাই ম্যাচে ধোনি ও রোহিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে
তিনি আরও বলেন, ‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যেভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহি ভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যেভাবে খেলেছে, সেভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহি ভাইয়ের ব্যাট থেকেই পাব।’
]]>